একটি সময় ছিল যখন হাতে গুনা কিছু মাহফিল হতো যেমন কোন কোন মাদরাসা বা মসজিদ ভিত্তিক মাহফিল হতো। কিন্তু বর্তমান সময়ে মাহফিল করাটা সবার জন্য একটি ফ্যশন হয়ে দাড়িঁয়েছে। তাই কিছু মানুষ একত্রিত হলে শীতের সিজনে একটা মাহফিল করার চিন্তা ভাবনা করে। কিন্তু মাহফিল করার জন্য কিছু কাজ মাহফিল করার আগেই খেয়াল রাখতে হয় সেই বিষয়টি সবার মাথায় থাকে না। তাই 2019 সালের কিছু মাহফিলে হাতা-হাতি পর্যন্ত হয়েছে। তেমনেই কিছু মাহফিলে দৃশ্য নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি। আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে, কাদের কারণে বা কিসের কারণে মাহফিলগুলোতে এমন পরিবেশের তৈরি হয়েছে।
ভিডিওর লিংক নিচে দেয়া হলো।
Leave a Reply